সোলাইমানির শোক বইয়ে সই করলেন বিদেশি কূটনীতিকরা
পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুর্দস ফোর্সের প্রধান শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস কর্তৃপক্ষ বুধবার বইটি খুলেছে
শোক বইয়ে সই করেছেন বিদেশি রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ কূটনীতিক, পাকিস্তানি রাজনীতিক ও কর্মকর্তারা। তারা এ মর্মান্তিক ঘটনায় ইরানের জনগণ ও সরকারের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেন। এই খবর দিয়েছে আইআরএনএ।
ইরানি দূতাবাস পরিদর্শন করে শোক বইয়ে আরও সই করেছেন পাকিস্তান সিনেটের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাইয়ার হুসাইন বুখারি এবং আফগানিস্তান, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইরাক ও সিরিয়ার রাষ্ট্রদূতরা। ইরানি দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মাদ সোরখাবি ইভেন্টে যোগ দেন।
বাগদাদে মার্কিন বিমান হামলায় শাহাদাতবরণকারীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে দূতাবাসে ইরানি পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে করাচি, লাহোর, পেশোয়ার এবং কোয়েটায় ইরানি কনস্যুলেটসমূহে সোলাইমানির সম্মানে শোক বই খোলা হয়। সূত্র: ইরান ডেইলি।