সোলাইমানিকে নিয়ে টেলিপ্লে
পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২১

কমান্ডার কাসেম সোলাইমানিকে নিয়ে কয়েকটি সংক্ষিপ্ত টেলিপ্লে বানিয়েছে ইরানের আর্ট ব্যুরোর সেন্টার ফর ড্রামাটিক আর্টস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে টেলিপ্লেগুলো সম্প্রচার করা হবে।
সেন্টার ফর ড্রামাটিক আর্টস এর পরিচালক কুরোশ জারেই শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘হিরো অব দ্যা ন্যাশন’ নামের এই প্রকল্পটিতে মোট সাতটি টেলিপ্লে রয়েছে। এর মধ্যে পাঁচটি হাজি কাসেম সোলাইমানির জীবন থেকে সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে।
গত বছর বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটে আমেরিকার বিমান হামলায় শাহাদাতবরণ করেন সোলাইমানি। গেল ৩ জানুয়ারি তার প্রথম শাহাদাতবার্ষিকীতে কয়েকটি প্রোগ্রাম আয়োজন করে আর্ট ব্যুরো। সূত্র: তেহরান টাইমস।