রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেরা স্ক্রিপ্টের পুরস্কার জিতলো ইরানি শর্ট ফিল্ম ‘স্যুটকেস’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৩ 

news-image

আকো জান্দ-কারিমি এবং সামান হোসেনপুর রচিত এবং পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘স্যুটকেস’ ইতালিতে ১১তম পারমা আন্তর্জাতিক সংগীত চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতেছে। ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর পারমাতে অনুষ্ঠিত উৎসবের শর্ট ফিল্ম বিভাগে চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগের সেরা স্ক্রিপ্টের পুরস্কার জিতেছে। সোমবার ইলনা এই রিপোর্ট করেছে।

“স্যুটকেস” শর্টফিল্মটি ২০২৩ সালে নির্মাণ করা হয়। ১৫ মিনিটের চলচ্চিত্রটিতে একজন কুর্দি শরণার্থীর গল্প তুলে ধরা হয়েছে। তিনি নিজের দেশ থেকে অনেক দূরে তার স্যুটকেসে থাকেন। এতে তিনি তার পরিবারের স্মৃতি বহন করেন। বিদেশি সিটি সেন্টারের কোলাহলে কেউ তার স্যুটকেসটি চুরি করে নিয়ে যায়। ফলে নিজের স্মৃতি বহনকারী বাড়িটি দ্বিতীয়বার হারান তিনি।

মেসাম দামানজেহ, রেজভান খোদামি, এলেনা সাহামি এবং আভা মোসলেম-খানি শর্টফিল্মটিতে অভিনয়ে করেছেন। সূত্র: তেহরান টাইমস