শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেরা স্কোর দিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২২ 

news-image

ইরানের জাতীয় ফুটবল দল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। মঙ্গলবার লেবাননকে ২-০ গোলে পরাজিত করে দেশটি। এই জয়ের মধ্য দিয়ে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব সর্বোচ্চ স্কোর দিয়ে শেষ করলো ইরানি ফুটবলাররা।মাশহাদের ইমাম রেজা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৩৫তম মিনিটের মাথায় সরদার আজমাউন গোল করে সূচনা করেন এবং ৭২তম মিনিটে ইরানের অধিনায়ক আলীরেজা জাহানবখশ গোলের ব্যবধান দ্বিগুণ করেন। গ্রুপ ‘এ’ থেকে ২৫ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করে ইরান।এক ম্যাচের খেলা বাকি থাকতে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সূত্র: তেহরান টাইমস