সেরা সংবাদ সংস্থার অ্যাওয়ার্ড পেল মেহের নিউজ এজেন্সি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭

ইরাকে অনুষ্ঠিত আল-গাদির ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার পেয়েছে ইরান। ১১তম আন্তর্জাতিক এই মিডিয়া উৎসবে ইরানের মেহের নিউজ এজেন্সি সেরা সংবাদ সংস্থার পুরস্কার পেয়েছে।
শনিবার ইরাকের পবিত্র নাজাফ শহরে উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া।তিন দিন ব্যাপী উৎসবের পর্দা ওঠে বৃহস্পতিবার। উৎসবে ইরানি গণমাধ্যম অ্যারাবিক রেডিও ও আল-ইতজাহ নেটওয়ার্কও পুরস্কৃত হয়েছে।
মিডিয়া ফেস্টিভ্যালে সেরা কার্টুনের অ্যাওয়ার্ড পেয়েছে মিসরের আদ-দোস্তোর সংবাদপত্র। অন্যদিকে, সেরা দৈনিক পত্রিকার পুরস্কার পেয়েছে তিউনিসিয়ার মাগরেব।সেরা রচনার অ্যাওয়ার্ড পেয়েছে নিউ আল-বাইয়ানা। সূত্র: মেহের নিউজ।