শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা শৈল্পিক অ্যাওয়ার্ড পেলেন গোলাব আদিনেহ

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৭ 

news-image

২০তম ব্রুকলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা শৈল্পিক পুরস্কার পেয়েছেন ইরানি অভিনেত্রী গোলাব আদিনেহ। চলচ্চিত্র নির্মাতা মারজান আশরাফিজাদেহ পরিচালিত ‘দ্য সিস’ চলচ্চিত্রে সেরা অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

এবারের ব্রুকলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্যদিয়ে ‘দ্য সিস’ ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নবমবারের মতো অংশগ্রহণ করলো। ব্রুকলিনে ছবিটি দুইবার দেখানো হয়েছে। এতে গোলাব আদিনেহের অভিনয় দেখে অভিভূত হয়েছেন আন্তর্জাতিক জুরি বোর্ড।

এর আগে সপ্তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিজেআইএফএফ) ‘দ্য সিস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পান তিনি।

ইরানি এই চলচ্চিত্রটি দুই নারীর চরিত্রকে ঘিরে নির্মিত। যেখানে তারা ৫০ বছরের অধিক সময় ধরে একত্রে বসবাস করেন। যে সম্পর্ক চিরতরে শেষ হওয়ার নয়। তবুও শেষপর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদের দিন এসে হাজির হয়।  সূত্র: মেহের নিউজ।