সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় বিশ্বে ১৪তম ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/3652768.jpg)
সর্বোচ্চ সংখ্যক বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থাকার দিক দিয়ে বিশ্বে ১৪তম স্থানে রয়েছে ইরান। দেশটি ১০২টি দেশের মধ্যে এই অবস্থান লাভ করে। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন ডাটাবেজ (আইএসসি) প্রকাশিত আইএসসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২০ এ ইরানের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আইএসসি আন্তর্জাতিকভাবে অনুমোদিত তৃতীয় তথ্যসূত্র কেন্দ্র। ২০০৮ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে ইসলামি দেশগুলোর উচ্চশিক্ষা মন্ত্রীদের (আইসিএমএইচইএসআর) চতুর্থ বৈঠকে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে ইরানে এটি প্রতিষ্ঠিত হয়। এই র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর বৈজ্ঞানিক উৎপাদনের সূচক ও মূল্যায়ন প্রকাশ করা হয়।
২০২০ আইএসসি র্যাঙ্কিংয়ে ১০২টি দেশের ২ হাজার ১৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে ইরান থেকে ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরআগে ২০১৯ সালের র্যাঙ্কিংয়ে দেশটির ৪৩টি বিশ্ববিদ্যালয় স্থান পায়। অর্থাৎ আগের তুলনায় বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে দেশটিতে।
এই তালিকায় সর্বোচ্চ ৩১২টি বিশ্ববিদ্যালয় নিয়ে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। এরপর চীন ও জাপান ৩১১টি ও ১১৭টি নিয়ে যথাক্রমে দ্বিথীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ৯৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে যুক্তরাজ্য চতুর্থ ও ৯৮টি নিয়ে ভারত পঞ্চম অবস্থান দখল করেছে। সূত্র: তেহরান টাইমস।