সেরা ফিচার চলচ্চিত্র ‘ইমমর্টালিটি’
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০১৭
সেরা ফিচার চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ছবি ‘ইমমর্টালিটি’। ছবিটি পরিচালনা করেছেন মেহদি ফার্দ-কাদেরি। শনিবার ইতালিয় দ্বীপ ইসচিয়ায় অনিুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার ঘোষণা করেন আয়োজকেরা।
উৎসবের অফিসিয়াল বিভাগে ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫তম ইসচিয়া চলচ্চিত্র উৎসব ২৪ জুন শুরু হয়ে শেষ হয় ১ জুলাই।
পোলিশ চলচ্চিত্র নির্মাতা কিরজিশ্জতোফ, পর্তুগিজ স্ক্রিনরাইটার মিগুয়েল ব্যারোস ও জার্মান প্রযোজক দাগমার জ্যাকোবসেনের সমন্বয়ে গঠিত জুরি কিংবা বিচারক বোর্ড ছবিটিকে বাছাই করেন। একটি সিঙ্গেল শটে একক একটি জায়গার সাহসী ব্যবহারের জন্য তারা চলচ্চিত্রটিকে সেরা পুরস্কারের জন্য মনোনীত করেন।
‘ইমমর্টালিটি’ এক শটের ফিচার চলচ্চিত্র। ছবিটিতে কিছু অপরিচিত ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে, যাদের বৃষ্টিময় এক রাতে একটি ট্রেনের ভেতরে একত্রে কাটাতে হয়। সূত্র: তেহরান টাইমস।