সেরা চলচ্চিত্র পরিচালক ইরানের তালেবি
পোস্ট হয়েছে: জুন ২২, ২০১৭

ফ্রান্সে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্মমেকার ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড সিনেমা নাইস’-এ সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জিতেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা ইয়াসের তালেবি। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য আইরোন ড্রিম’ এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, গত মাসে তালেবির ছবি প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয় এবং তিনি এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
ছবিটি আইআরআইবির একটি প্রযোজনা। এছাড়া ছবিটি সংক্ষিপ্ত তথ্যচিত্রের সেরা প্রযোজনা ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।