শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেরা কাহিনিচিত্রের অ্যাওয়ার্ড জিতল ইরানি ছবি ‘লোটাস’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৯ 

news-image
চলচ্চিত্রকার মোহাম্মাদরেজা ভাতানদুস্ত পরিচালিত ইরানি কাহিনিচিত্র ‘লোটাস’ সেরা কাহিনিচিত্র অ্যাওয়ার্ড জিতেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দ্বিতীয় শারজাহ ফিল্ম প্লাটফর্মের (এসএফপি) কাহিনিচিত্র প্রতিযোগিতা বিভাগে সেরার মুকুট লাভ করে চলচ্চিত্রটি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে শারজাহ আর্ট ফাউন্ডেশন।
 
ইভেন্ট আয়োজকরা জানান, ভাতানদুস্তের স্বল্পদৈর্ঘ্যটি সিনেমাটোগ্রাফি ও কাব্যিক আখ্যানের অসাধারণ সমন্বয়ের কারণে সেরা কাহিনিচিত্র পুরস্কার জিততে সক্ষম হয়েছে।
 
২০১০ সালের এপ্রিলে লাফুর বাঁধ নির্মাণের পর লাফুরাকসহ কয়েকটি গ্রাম আশি মিটার পানির নিচে প্লাবিত হয়। ‘লোটাস’ ছবিটিতে লাফুরাক গ্রামের এক বৃদ্ধার গল্প তুলে ধরা হয়েছে যিনি বাঁধটি পাড়ি দিয়ে একটি দ্বীপে যাওয়ার জন্য ১২ বছর ধরে অনুমতির অপেক্ষা আছেন। অন্যদিকে দ্বীপটিতে তার যাওয়ার অপেক্ষায় থাকে লাফুরাকের শেষ বাসিন্দা।
 
নির্মাতা ভাতানদুস্তের হাতে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজার শাসক শেখ সুলতান বিন মোহাম্মাদ আল কাসিমি।
 
১৪ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সপ্তাহব্যাপী শারজাহ ফিল্ম প্লাটফর্মের এবারের দ্বিতীয় আসরে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের ৫০টির অধিক স্বল্পদের্ঘ্য ও ফিচার চলচ্চিত্র দেখানো হয়। ন্যারেটিভ, ডকুমেন্টারি ও এক্সপ্রেমেন্টাল- এই তিন বিভাগে ছবিগুলি দেখানো হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।