সেমনানে হোটেলে ধারণ ক্ষমতা বছরে বেড়েছে ২৫ শতাংশ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/01/4397852.jpg)
চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২০ মার্চ ২০২২ থেকে যা শুরু হয়েছে) ইরানের সেমনান প্রদেশের হোটেলগুলিতে ধারণ ক্ষমতার হার ২৫ শতাংশ বেড়েছে। এক বছরের আগের একই সময়ের তুলনায় এই সক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পর্যটন প্রধান আমির আকরামজাদেহ।বুধবার তিনি বলেছেন, এই বছরের শুরু থেকে প্রদেশের পর্যটন সুবিধাগুলিতে গড় অবস্থান হয়েছে ৭৩ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।দৃষ্টিনন্দন দৃশ্যের মনোরম প্রদেশটির উত্তরে গোলেস্তান এবং মাজানদারান, উত্তর-পূর্বে উত্তর খোরাসান, পশ্চিমে তেহরান ও কোম, দক্ষিণে ইসফাহান, দক্ষিণ-পূর্বে দক্ষিণ খোরাসান এবং পূর্বে রাজাভি খোরাসান অবস্থিত। সূত্র: তেহরান টাইমস।