বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেপ্টেম্বর নাগাদ মাসে ১ কোটি ডোজ টিকা দেবে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২১ 

news-image

ইরানের করোনাভাইরাস দমন বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি জানিয়েছেন,আগামী সেপ্টেম্বরের মধ্যেই ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা প্রতি মাসে এক কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দিতে পারবেন।

শুক্রবার তিনি বলেন, ‘আমরা প্রায় ১০ লাখ ডোজ স্পুটনিক ভি ভ্যাকসিন, ১০ লাখ ডোজ পাস্তুর ভ্যাকসিন ও ৭০ লাখ ডোজ ‘কোভ-ইরান বারাকাত’ ভ্যাকসিন হাতে পাব।’

মুখপাত্র আরও বলেন, বিদেশ থেকে প্রতি মাসে আমরা অন্তত ২০ লাখ ডোজ টিকা পাব। তিনি জানান, বয়ষ্ক ব্যক্তিদের টিকা দেয়া শেষ হলে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ট্যাক্সি ড্রাইভার, পাইলট, বন্দি এবং সৈন্যসহ উচ্চ ঝুঁকিপূর্ণ পেশার লোকদের টিকা দেয়া শুরু হবে।  এ পর্যন্ত ৫০ লাখ ইরানি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।