রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সুবিধাবঞ্চিতদের জন্য ১১০টি স্কুল বানাবেন ইরানি জনহিতৈষী

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২০ 

news-image

ইরানে দেশব্যাপী সুবিধাবঞ্চিত অঞ্চলগুলিতে ১১০টি স্কুল নির্মাণ করবেন দেশটির জনহিতৈষী চিকিৎসক মোহাম্মাদ রেজা এসপারভারিন। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।

সর্বশেষ মানদণ্ড পূরণ করে এবং সর্বাধুনিক প্রযুক্তির সাথে খাপ-খাইয়ে অরগানাইজেশন ফর ডেভেলপমেন্ট, রেনোভেশন অ্যান্ড ইকুইপমেন্ট অব স্কুল এর সহযোগিতায় এসব শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। স্কুলগুলির নির্মাণ কাজ সম্পন্ন হলে সাত সহস্রাধিক শিক্ষার্থী নিরাপদ ও সুরক্ষিত শিক্ষা পরিবেশে পড়ালেখা করতে পারবে।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেন, সুবিধাবঞ্চিতদের জন্য নির্মাণ করা এসব স্কুলের পাঁচ ভাগের এক ভাগ নির্মাণ করেছেন জনহিতৈষী ব্যক্তিবর্গ।

অরগানাইজেশন ফর ডেভেলপমেন্ট, রেনোভেশন অ্যান্ড ইকুইপমেন্ট অব স্কুল এর পরিচালক মেহরোল্লাহ রাখশানিমেহর বলেন, নতুন করে নির্মাণ করা স্কুলের অর্ধেক চলতি শিক্ষাবর্ষে উদ্বোধন করা হবে (যা শুরু হয় ২৩ সেপ্টেম্বর ২০১৯)। এই স্কুলগুলি নির্মাণ করেছেন মানবদরদি ব্যক্তিরা। সূত্র: তেহরান টাইমস।