বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সুইডেনে ‘কিড নোবেল’ জিতল ইরানি কিশোর গবেষক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ 

news-image

সুইডেনে ‘কিড নোবেল’ (শিশুদের নোবেল) নামে পরিচিত ‘মলিকুলার ফ্রন্টিয়ার্স ইনকোয়ারি প্রাইজ’ (এমএফআইপি) জিততে সক্ষম হয়েছে ইরানি এক কিশোর গবেষক।এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০জন শীর্ষ ছাত্রের মধ্যে ইরানের রামতিন ঘাসেমপুর অন্যতম।এর আগে, ঘাসেমপুর ইবনে সিনা জাতীয় ছাত্র উৎসব, জাবির ইবনে হাইয়ান উৎসব এবং ইরানি উদ্ভাবন উৎসবে পদক জিতেছে।প্রতি বছর পাঁচ জন মেয়ে এবং পাঁচ জন ছেলে সবচেয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চিন্তা-প্ররোচনামূলক বৈজ্ঞানিক প্রশ্ন জিজ্ঞাসায় এমএফআইপি জিতে। পুরস্কারের মধ্যে রয়েছে একটি মেডেল, একটি হাতে আঁকা শংসাপত্র এবং একটি উপহার। সূত্র: মেহর নিউজ।