বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সুইডেনের চলচ্চিত্র পরিচালক রয় এ্যান্ডারসনকে নিয়ে তেহরানে চলচ্চিত্র প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৯ 

news-image

তেহরানের দি ইরানিয়ান আর্টিস্ট ফোরাম সুইডেনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রয় এ্যান্ডারসনের বিভিন্ন চলচ্চিত্র নিয়ে তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ১৩ থেকে ১৫ জুলাই এ প্রদর্শনীর পাশাপাশি সেমিনারের আয়োজন থাকছে। রয় এ্যান্ডারসনের চলচ্চিত্র ও তার কাজ নিয়ে বক্তব্য রাখবেন মোহাম্মদরেজা আসলানি, মাজিদ আকগার ও মেহেদি মোঘিমনেজাদ। রয় এ্যান্ডারসনের ‘সংস ফ্রম দি সেকেন্ড ফ্লোর(২০০০ সাল), ‘এ পিজিওন স্যাট অন এ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স (২০১৪), ‘ইউ, দি লিভিং’ (২০০৭’ এবং স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওয়ার্ল্ড অব গ্লোরি’(১৯৯১) প্রদর্শিত হবে। প্রদর্শিত হবে তার অন্যান্য সেরা চলচ্চিত্রগুলো। তার ‘এ পিজিওন স্যাট অন এ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স’ চলচ্চিত্রটি ৭১তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভঅলে গোল্ডেন লায়ন এ্যাওয়ার্ড লাভ করে। এবং তিনিই প্রথমবার সুইডিজ চলচ্চিত্রকার হিসেবে এ পুরস্কার পান। মেহর নিউজ।