‘সুইট টেস্ট অব ডার্কনেস’ সিউলের গুরো ইন্টারন্যাশনাল কিডস ফিল্ম ফেস্টিভালে
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3743148.jpg)
ইরানি চলচ্চিত্রকার মিত্রা রাইস মোহাম্মাদি পরিচালিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘সুইট টেস্ট অব ডার্কনেস’ সিউলে আয়োজিত কিডস ফিল্ম ফেস্টিভালে অংশ নিচ্ছে। শিশুদের এ চলচ্চিত্র উৎসবে ইরানি এ চলচ্চিত্রটি প্রশংসা পাবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এ চলচ্চিত্র উৎসব হচ্ছে নবমবারের মত। আগামী পহেলা জুলাই থেকে শুরু হয়ে উৎসব চলবে ৭ জুলাই পর্যন্ত। ইরানের এ চলচ্চিত্রে সাত বছরের একটি বালক তার বন্ধুদের কাছে ব্যাটম্যানের চরিত্র হিসেবে পরিচিত। ব্যাটমানের মত সে তার বন্ধুদের রাতের অন্ধকারে শহরের রাস্তায় অভিযানে উদ্বুদ্ধ করে। এবং একই সঙ্গে এটি তার মায়ের জন্যে এক বিরক্তিকর কারণ হয়ে ওঠে। তেহরান টাইমস