বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের ‘ক্র্যাব’

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ 

news-image

সুইজারল্যান্ডের শ্নিট ওয়ার্ল্ডওয়াইড শর্টফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছে ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’। নির্মাতা শিভা সাদেক আসাদির ছবিটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য উৎসবে বিশ্বের অন্যান্য ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

শ্নিট ওয়ার্ল্ডওয়াইড শর্টফিল্ম ফেস্টিভাল ২১ অক্টোবর শুরু হয়েছে, পর্দা নামবে ৩১ অক্টোবর।

১১ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘ক্র্যাব’- এ লাজুক ও বিচ্ছিন্ন একটি বালকের গল্প তুলে ধরা হয়। বালকটি একটি স্কুল থিয়েটার গ্রুপে যোগ দিতে চায়। কিন্তু তাকে কেবল কাঁকড়ার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়।

এর আগে গেল জুলাইয়ে ১৪তম ‘ফেস্ট আনচা’ আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে অংশ নেয় ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।