রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সীমান্ত হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার ইরানের আছে: দেহ্‌কান

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০১৭ 

news-image

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, ইরানি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে চালানো হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার তেহরানের আছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানি সীমান্তে এ হামলা চালানো হয়েছিল।

জেনারেল দেহ্‌কান শুক্রবার বলেন, সন্ত্রাসী হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অধিকার ইরানের আছে। পাশাপাশি এ হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বানও জানান তিনি। পার্সটুডের খবর।

পাকিস্তানের সরকারের মাধ্যমে এ বিষয়ের ওপর ইরান নজর রাখবে বলেও জানান তিনি।

এদিকে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারিও  বলেছেন, ইরানের বিরুদ্ধে চালানো হামলা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১১ সদস্য নিহত এবং তিন সদস্য আহত হয়। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী জয়েশউল-আদেল এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।