সিস্টার সিটি হলো ইসফাহান-সমরকান্দ
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১

সিস্টার সিটি চুক্তি সই করেছে ইরানের ইসফাহান শহর ও উজবেকিস্তানের সমরকান্দ। শুক্রবার আইআরআইবি এই খবর দিয়েছে।
‘সিস্টার সিটি’ বলতে দুটি রাষ্ট্রের ভিন্ন ভিন্ন শহরের মানুষের মধ্যে আন্তনাগরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে বন্ধু রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চুক্তিতে আবদ্ধ হওয়াকে বোঝায়।
হাজার বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতি, আকর্ষণীয় ভবন আর অসাধারণ প্রকৃতিতে সুশোভিত ইরানের ঐতিহাসিক ইসফাহান নগরী সাফাভি শাসনামলে ছিল ইরানের রাজধানী। নিজেদের এই সমৃদ্ধ নান্দনিক সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন শহরের সাথে ‘সিস্টার সিটি’ সমঝোতা চুক্তি করে চলেছে শহরটি। এরই অংশ হিসেবে সমরকান্দের সাথে চুক্তি সই করা হয়।
ইসফাহানের মেয়র কুদরাতুল্লাহ নোরুজি বলেন, চুক্তিটি সই করায় ইরান ও উজবেকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও পর্যটন কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি প্লাটফর্ম তৈরি করা হবে। এছাড়া ইসফাহানের পর্তুগালের পোর্তো ও ভারতের হায়দারাবাদের সাথে সিস্টার সিটি চুক্তি সই করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।
ইসফাহানের মেয়র বলেন, শহরের মধ্যে সই হওয়া চুক্তিটি কেবল উভয় পৌরসভার মধ্যে সহযোগিতার জন্য নয়। বিশ্ববিদ্যালয়, চেম্বার অফ কমার্স এবং অন্যান্য কেন্দ্র সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এই চুক্তির অধীনে কাজ শুরু করতে পারবে। সূত্র: তেহরান টাইমস।