বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিল্ক রোড ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশ নেবে ৩০ দেশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২১ 

news-image

উত্তরপূর্ব ইরানি শহর মাশহাদে অনু্ষ্ঠিতব্য সিল্ক রোডের ওপর আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনীতে ৩০ দেশের ২০৩ জন শিল্পীর ক্যালিগ্রাফি কর্ম দেখানো হবে। ২০ থেকে ২৩ জানুয়ারি ভারচুয়ালি এই প্রদর্শনী ও কনফারেন্সের আয়োজন করবে ইউনেসকোর ইরানি ন্যাশনাল কমিশন।

এরআগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পরিচালক হোজ্জাতোল্লাহ আইয়ুবি বলেন, ইরান হলো উঁচু শিল্পের সূতিকাগার, বিশেষত বইপত্র সংশ্লিষ্ট বিষয়ে।

তিনি বলেন, সিল্ক রোড কেবলই একটি বাণিজ্যিক সড়ক নয় এটি ভাবনা বিনিময়েরও একটি সড়ক। সূত্র: তেহরান টাইমস।