সিরীয় নারীদের আইএস-বিরোধী লড়াই নিয়ে ইরানি কাহিনিচিত্র
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০

আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরীয় নারীদের সংগ্রাম নিয়ে সম্প্রতি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন ইরানি চলচ্চিত্রকাররা। চলচ্চিত্রটির নাম দিয়েছেন ‘দ্যা সালহাব মাদার’। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ওয়াজ আর্টস অ্যান্ড মিডিয়া অরগানাইজেশন।
‘দ্যা সালহাব মাদার’ ছবি সিরীয় শহর সালহাবের নারীদের আইসএস-বিরোধী তৎপরতা নিয়ে তৈরি করা হয়েছে। আইএস সন্ত্রাসীদের হাতে এসব নারী প্রিয়জন হারা হয়েছেন। পরিবারের সদস্যদের শাহাদাতবরণে তারা শোকাহত হওয়ার পরিবর্তে আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
সালহাবের একদল সিরীয় নারীকে নিয়ে পুরো গল্পটি এগিয়ে গেছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের কেউ সন্তান হারিয়েছেন আবার কেউবা স্বামী হারিয়েছেন। তারা যুদ্ধ স্থলের কয়েক কিলোমিটার পেছনে সালহাব শহরে রান্নাঘর প্রতিষ্ঠার মাধ্যমে আইএস বিরোধী ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেন। মূলত আইএসের সাথে যুদ্ধরত সৈন্যদের খাবার সরবরাহে তারা এসব রান্নাঘর প্রতিষ্ঠা করেন।
শহরটিতে বিদ্যমান অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে চলচ্চিত্রটির দৃশ্য ধারণে এক মাস সময় লাগে। সম্পাদনা করতে সময় লাগে আরও এক বছর। সূত্র: তেহরান টাইমস।