শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিরিয়া যুদ্ধের খ্রিস্টান ভুক্তভোগীদের নিয়ে ইরানের তথ্যচিত্র

পোস্ট হয়েছে: জুন ৭, ২০১৭ 

news-image

সিরিয়ার গৃহযুদ্ধের খ্রিস্টান ভুক্তভোগীদের নিয়ে দ্য লাস্ট সুপারশীর্ষক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মাদ কানেফার্দ। সোমবার ইরানে অনুষ্ঠিতইরানি আর্টিস্ট ফোরামে’ (আইএএফ) চলচ্চিত্রটি দেখানো হয়েছে।

যুদ্ধের সময় খ্রিস্টান সংখ্যালঘুরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যেসব নির্দেশনা দিয়েছে ডকুমেন্টারিটিতে তা নিয়ে একটি কাহিনী তুলে ধরা হয়েছে। ভুক্তভোগী এসব খ্রিস্টান সংখ্যালঘু সিরিয়ার দামেস্কের দক্ষিণ পূর্বের জারমানা জেলায় বসবাস করে।

সেখানে নুসরা ফ্রন্ট হামলা চালিয়ে ১২ জন খ্রিস্টান সন্ন্যাসীকে তুলে নেয়। যাদের পরিণতি সম্পর্কে কেউ জানে না। কানেফার্দের চলচ্চিত্রের একটি পর্যালোচনা অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে। দ্য লাস্ট সুপারপ্রদর্শনের পর এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।