সিরিয়া ও লেবাননে ক্যান্সারের ন্যানোওষুধ রপ্তানি করছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২০
সিরিয়া ও লেবাননে ক্যান্সারবিরোধী ন্যানোওষুধ সিনাডোক্সোসাম রপ্তানি করতে সক্ষম হয়েছে ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানি। এখন এটি এশিয়া ও ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহনাজ কোমি মেহর নিউজ এজেন্সিকে বলেন, থাইল্যাল্ড ও আরমেনিয়ায় ওষুধটি রপ্তানির জন্য নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই দুই দেশে রপ্তানি শুরু হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, দেশের অভ্যন্তরে ৬ হাজারের বেশি বোতল সিনাডোক্সোসাম বিক্রি হয়েছে। ক্যান্সার বিশেষজ্ঞরা এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করেছেন।
ন্যানোটেকনোলজি প্রোডাক্ট ডাটাবেজের তথ্যমতে, সিনাডোক্সোসাম ডিম্বাশয়ের ক্যান্সার, স্তন ক্যান্সার, একাধিক মেলোমা এবং এইডসের সাথে সম্পর্কিত কাপোসিস সারকোমা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এখন অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করতে ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।