সিরিয়ায় প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক পণ্য তৈরিতে সহায়তা করবে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3696054.jpg)
সিরিয়ার রাজধানী দামেস্কে বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তিগত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির বাজারে এধরনের পণ্যের চাহিদার নিরিখে ইরনের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। এর আগে কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত ২৭ জানুয়ারি ইরান এধরনের কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। চীনের সঙ্গে ইরান এধরনের প্রযুক্তিগত বিনিময় সহযোগিতার জন্যে দেশটিতে তেহরান অফিস খুলেছে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির নেতৃত্বে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর ৪০ জনের প্রতিনিধিদল সিরিয়া সফরে যাচ্ছে। সফরের সময় তারা সিরিয়ার এধরনের কোম্পানিগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে কর্মকৌশল নির্ধারণ করবেন। উভয় দেশ আন্তর্জাতিক বাজারে প্রযুক্তিগত পণ্য তৈরি করে রফতানির উদ্যোগ নেবে। সফরের সময় দুটি দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দেশ ন্যানো প্রযুক্তি, ভবন নির্মাণ, বায়োপ্রযুক্তি, হাসপাতালের যন্ত্রাংশ খাতে সহায়তা আরো বৃদ্ধি করবে। জানুয়ারির শুরুতে তেহরানে সিরিয়ার রাষ্ট্রদূত শফিক দাইয়ুব ইরানের বিজ্ঞানমন্ত্রী মানসুর ঘোলামির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তারা দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গবেষণাগার স্থাপন, বিজ্ঞান বিষয়ক সম্মেলন ও সেমিনার আয়োজনের ওপরও তাগিদ দেন তারা। ইরানে ৫ হাজার ৭শ জ্ঞানভিত্তিক কোম্পানি কাজ করছে। বিমান ব্যবস্থাপনা, ইস্পাত, চিকিৎসাখাতে এসব কোম্পানি উল্লেখযোগ্যহারে কাজ করছে। তেহরান টাইমস