সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে কৌশলগত ভুল করল আমেরিকা: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৭
ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা করে কৌশলগত ভুল করেছে আমেরিকা।
ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইরানি নববর্ষের বৈঠকে এ কথা বলেন তিনি। আয়াতুল্লহিল উজমা খামেনেয়ী বলেন, আমেরিকা যা করেছে তা হলো কৌশলগত ভুল এবং বিভ্রান্তি। বর্তমান মার্কিন সরকারের পূর্বসূরিরা যে ভুল করেছে তারই পুনরাবৃত্তি ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
সর্বোচ্চ নেতা বলেন, সাবেক মার্কিন কর্মকর্তারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি বা তাদের সহায়তা করেছেন। বর্তমান কর্মকর্তারাও দায়েশ বা এ রকম গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছেন বলে জানান তিনি।
আয়াতুল্লহিল উজমা খামেনেয়ী আরো বলেন, ভবিষ্যতে এ ধরণের গোষ্ঠীর হুমকির মুখে পড়বে আমেরিকা। ইউরোপ অতীতে ভুল পদক্ষেপ নিয়ে তাকফিরিদের শক্তিশালী করে বর্তমানে তার সমস্যায় ভুগছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইউরোপের লোকজন এখন আর তাদের ঘরবাড়িতে নিরাপদ নন এবং আমেরিকাও একই ভুলের পুনরাবৃত্তি করছে। সূত্র: পার্সটুডে।