সিরিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২১

সিরিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে ইরানের জাতীয় ফুটবল দল। তেহরানে ৩০ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর আজাদি স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।
এরআগে সিরিয়া ২৫ মার্চ মানামায় বাহরাইনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে। ড্রাগন স্কোসিকের দল তেহরানে মার্চের শেষের দিকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে। এএফসির সিদ্ধান্ত মতে, বিশ্বকাপ বাছাই পর্ব জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।