সিয়াটেল উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতলো ইরানি ছবি
পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২২

ইরানি চলচ্চিত্র নির্মাতা ফিরুজেহ খোসরোভানির “রেডিওগ্রাফ অব অ্যা ফ্যামিলি” ৪৮তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে।
ইরান, সুইজারল্যান্ড এবং নরওয়ের সহ-প্রযোজনায় নির্মিত তথ্যচিত্রটিতে খোসরোভানি বাবা-মায়ের অস্বাভাবিক বিবাহের তদন্ত করেছেন। হোসেন একজন রেডিওলজিস্ট, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ব্যক্তি। অন্যদিকে তার যুবতী স্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলিম। সে তার নতুন স্বামীর পাশ্চাত্য রুচি দেখে হতবাক হয়। রবিবার উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ইউক্রেনীয় ড্রামা ফিল্ম মেরিনা এর গরবাচ পরিচালিত “ক্লনডাইক” অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।