সিনেমা সহযোগিতায় ইরান-ইরাক চুক্তি সই
পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/07/3111940.jpg)
কিশোর-কিশোরীদের জন্য সিনেমা নির্মাণে সহযোগিতা এবং যৌথ চলচ্চিত্র পণ্যের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরান ও ইরাক। রোববার (২৪ জুলাই) দুদেশের কর্মকর্তারা সমঝোতাটি সই করেন।
ইরাকি ন্যাশনাল থিয়েটারে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান এবং ইরাক যৌথ প্রযোজনায় ফিচার, শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি তৈরি করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই সিনেমার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে গবেষণা ও তথ্য আদান-প্রদানের পাশাপাশি যৌথ প্রকল্প প্রকাশে সম্মত হয়েছে। সূত্র: মেহর নিউজ।