সিনেমায় সহযোগিতা বাড়াতে ইরান-চীন চুক্তি সই
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২১

চলচ্চিত্র শিল্পে সম্পর্ক বাড়াতে চায়না চলচ্চিত্র ব্যুরোর সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে সিনেমা অরগানাইজেশন অব ইরান (সিওআই)। বুধবার চুক্তিটি সই হওয়ার কথা প্রকাশ করেছে সিওআই।
সিওআই এর ফেস্টিভাল ও ইন্টারন্যাশনাল কোঅপারেশন অফিসের পরিচালক রুহোল্লাহ হোসেইনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সমঝোতাটিতে সই করেন সিওআই পরিচালক হোসেইন ইনতেজামি ও চায়না চলচ্চিত্র ব্যুরোর পরিচালক ওয়াঙ সিয়াওহুই।
দুদেশের মধ্যকার চুক্তিটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে হোসেইন বলেন, চুক্তিটি সই হওয়ার ফলে চীনের কয়েক হাজার ম্যুভি থিয়েটারসহ চায়না চলচ্চিত্র বাজারে ইরানি চলচ্চিত্র পণ্যগুলোর জন্য দরজা উন্মুক্ত হবে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ একে অপরকে চলচ্চিত্র প্রদর্শনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সূত্র: তেহরান টাইমস।