বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিডনি আন্তর্জাতিক উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্যর অ্যাওয়ার্ড লাভ

পোস্ট হয়েছে: মে ৩, ২০২০ 

news-image

২০২০ সিডনি ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতেছে চলচ্চিত্রকার ফারশিদ আখলাকি পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘পেইন ইজ মাইন’। ১৩মিনিটের ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৬ষ্ঠ আসরে ‘সেরা প্রামাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে’র পুরস্কার লাভ করেছে।

একজন নারীর গল্প নিয়ে ‘পেইন ইজ মাইন’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। যিনি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর সবসময় তীব্র যন্ত্রণায় ভোগেন। এজন্য তিনি দীর্ঘ সময়ের জন্য ব্যাথানাশক সেবন করেন। কিন্তু একদিন তিনি ব্যাথানাশক সেবন করা বন্ধ করার সিদ্ধান্ত নেন।

ইরানি স্বল্পদৈর্ঘ্যটি ২০১৮ সালে নির্মাণের পর এপর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি আমেরিকায় ২০১৮ সালে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলেস ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ডকুমেন্টারি পুরস্কার এবং ২০১৯ সালে বেলজিয়ামে ঘেন্ট ভিউপয়েন্ট ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট এক্সপেরিমেন্টাল ডকুমেন্টারি’ পুরস্কার লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।