বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নের শিরোপা জিতল ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২২ 

news-image

ইরান শুক্রবার সিএএফএ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২২ এর শিরোপা জয় করেছে। তাজিকিস্তানকে ৯-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জেতে ফারসি স্কোয়াড।ইরানের হয়ে গোল করেন ফেরেশতেহ করিমি (তিন গোল), সারা শিরবেগি (দুই গোল), নাস্তারান মোঘিম, সাহার পাপি, নেসা আহাদি এবং মাহসা আলিমাদাদি।ইরান ছয় ম্যাচের মধ্যে ১৬ পয়েন্ট নিয়ে  প্রতিযোগিতায় জিতেছে।২১ থেকে ২৮ জানুয়ারি দুশানবে মাল্টি-ফাংশনাল স্পোর্টস কমপ্লেক্সে চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান টুর্নামেন্টে অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।