শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ নেশনস কাপ চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: জুন ২১, ২০২৩ 

news-image

মঙ্গলবার ২০২৩ সিএএফএ নেশনস কাপের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরান। উজবেকিস্তানের তাসখন্দের মিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সর্দার আজমাউন ৪৮তম মিনিটে ডান পায়ের স্ট্রাইক দিয়ে জালের ভেতরে বল ঢুকিয়ে দেন।৯০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বিদায় নেন ইরানের ডিফেন্ডার হোসেন কানানিজাদেগান।

আগের দিন কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসে ওমান। বি গ্রুপে ইরান আফগানিস্তানকে ৬-১ এবং কিরগিজস্তানকে ৫-১ গোলে হারিয়েছে।

ইরানের ফরোয়ার্ড মেহেদি তারেমি টুর্নামেন্টে ছয় গোল করেন এবং সর্বোচ্চ গোলদাতার খেতাব কুড়ান।
সূত্র: তেহরান টাইমস।