বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ নারী চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০১৯ 

news-image

সিএএফএ অনূর্ধ্ব-২৩ নারী চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করলো ইরান। ফাইনাল ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামে মরিয়ম আজমুনের ফারসি স্কোয়াড। প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান লাভ করে ইরানি মেয়েরা।

শেষ দিন ইরানের পক্ষে হ্যাট-ট্রিক করেন হাজার দাব্বাকি। তিনি ব্যক্তিগতভাবে দারুণ খেলা উপহার দিয়ে একাই তিন-তিনটি গোল করেন। অন্যদিকে ফাতেমেহ জেরায়েলি, ফাতেমেহ শাবান, জাহরা মাসুমি ও ফাতেমেহ আমিনেহ বোরাজজানির প্রত্যেকেই করেন একটি করে গোল।

ইরান পাঁচ ম্যাচের প্রতিযোগিতা শেষে মোট ১২ পয়েন্ট লাভ করে। এসব ম্যাচের মধ্যে মঙ্গলবার কেবল একটিতে উজবেকিস্তানের কাছে হারে ইরানি মেয়েরা। এরআগে তারা যথাক্রমে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র ও আফগানিস্তানকে পরাজিত করে।      

ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে স্বাগতিক তাজিকিস্তানকে ৩-০ গোলে পরাজিত করে উজবেকিস্তান। মোট ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। সূত্র: তেহরান টাইমস।