মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ নারী চ্যাম্পিয়নশিপে ইরানের টানা তৃতীয় জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৯ 

news-image

সিএএফএ অনূর্ধ্ব-২৩ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় পেয়েছে ইরানি মেয়েরা। সোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ কিরগিজ প্রজাতন্ত্রকে ৬-০ গোলে পরাজিত করে ইরানি দল। ইরানের ফাতেমেহ শাবান, হাজার দাবাকি এবং ফাতেমেহে কাশেমি প্রত্যেকেই দুই গোল দিয়ে দুর্দান্ত এই বিজয় ছিনিয়ে আনেন।

তাজিকিস্তানের বিরুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে বিজয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করে ইরান। পরের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় ঘরে তোলে ইরানি মেয়েরা।

মঙ্গলবার মরিয়ম আজমুনের ফারসি স্কোয়াড শিরোপার লড়াইয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে।

টুর্নামেন্টে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ছয় সদস্য দেশ তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র ও আফগানিস্তান রাউন্ড-রবিন ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: তেহরান টাইমস।