শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ অনূর্ধ্ব -১৯ ফুটসালে ইরানি মেয়েরা

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২০ 

news-image

তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) অনূর্ধ্ব-১৯ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২০ এ অংশ নেবে ইরান। এই তথ্য জানিয়েছেন ইরানের অনূর্ধ্ব -১৯ নারী ফুটসাল দলের কোচ নিলুফার আরদালান।

দুশানবেতে ২৪ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই রাউন্ড-রবিন টুর্নামেন্টে অংশ নেবে তাজিকিস্তান, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও উজবেকিস্তান।

আরদালান বলেন, সিএএফএ ফুটসাল প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। ফুটবল ও ফুটসাল খেলোয়াড়দের সংমিশ্রণে দলগুলি এতে অংশ নেবে।

ইরানি কোচ বলেন, ‘‘আমি মনে করি টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে হলে আমাদের উজবেকিস্তানের দিকে নজর দিতে হবে। ইরান ফুটসাল লিগে খেলা ১৪ জন খেলোয়াড় নিয়ে আমরা প্রতিযোগিতায় অংশ নেব। সিএএফএ একটি ভালো প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের শক্তিমত্তা ও দুর্বলতাগুলি চিহ্নিত করতে পারব। সূত্র: তেহরান টাইমস।