শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ অনূর্ধ্ব-১৯ নারী ফুটসাল চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০ 

news-image

সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) অনূর্ধ্ব-১৯ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ইরান। বুধবার টুর্নামেন্টের ফাইনাল ম্যচে প্রতিপক্ষ কিরগিজ প্রজাতন্ত্রকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরানি মেয়েরা।

ইরানি দল সিএএফএ অনূর্ধ্ব-১৯ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড করতে সক্ষম হয়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্রকে পরাজিত করতে সক্ষম হন নিলুফার আরদালানের মেয়েরা।  

সিএএফএ অনূর্ধ্ব-১৯ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইরানের রোকাইয়া সোমাইয়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘বেস্ট গোলস্কোরার অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি একাই ১৮টি গোল করতে সক্ষম হন। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মারাল তোরকাম্যান।

তাজিকিস্তানের দুশেনবেতে ২৪ থেকে ২৯ জানুয়ারি রাউন্ড-রবিন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। মধ্য এশিয়ার ফুটবল খেলোয়াড় দেশগুলোর সমিতি সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) এই প্রতিযোগিতার আয়োজন করে। সূত্র: তেহরান টাইমস।