সিএএফএ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০২২

সিএএফএ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে ইরান ফুটবল দল। শুক্রবার ম্যাচের ৩৮তম মিনিটে একমাত্র গোলটি করেন নেগিন জান্দি।
উজবেকিস্তান দল ৬৮ মিনিটের মাথায় ১০-এ নেমে যায়, এর ঠিক ১০ মিনিট পরে খেলোয়াড় আরও একজন কমে দলের সদস্য সংখ্যা নয়ে নেমে যায়। তাজিকিস্তানের আয়োজনে টুর্নামেন্টে চারটি মধ্য এশিয়ার দল ২০২৪ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি হিসেবে অংশ নিয়েছে। তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্র রাউন্ড-রবিন ইভেন্টে খেলছে। সূত্র: তেহরান টাইমস।