সিএএফএ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় তাজিকিস্তানকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/03/4464440.jpg)
মঙ্গলবার ২০২৩ সিএএফএ অ নুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইরান তাজিকিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে।তাজিকিস্তানের হিসোরের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমায়েহ ইসমাইলি হ্যাটট্রিক করেন। আর মরিয়ম দিনি একটি জোড়া গোল করেন। একটি করে গোল করেন মায়েদেহ বিরাং ও শাদান শাহমিরি।ইরান উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-১ গোলে হারে।বৃহস্পতিবার কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে ইরান।২০২১ সালে উদ্বোধনী টুর্নামেন্ট জিতে উজবেকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটি তাজিকিস্তানের দুশানবেতে ১২ থেকে ১৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।