সিএএফএ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২১

২০২১ সিএএফএ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে ইরান। মঙ্গলবার তাজিকিস্তানের দুশেনবেতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফারসি খেলোয়াড়রা তাদের তৃতীয় ম্যাচে কিরগিজিস্তানের প্রতিদ্বন্দ্বীদের ৮-০ পয়েন্টে পরাজিত করে। ইরানি দলে ছিলেন ইসমায়েল ঘোলিজাদেহ (দুই গোল), কাসরা তাহেরি (দুই গোল), সামির হোবোবাতি, এরফান দারভিশ, রেজা ঘান্ডিপুর এবং আলি রহমাননেজাদ। ইরান আগের দুই ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় এবং তাজিকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে। সাত পয়েন্ট নিয়ে তাজিকিস্তানের চেয়ে ভালো গোল ব্যবধানে শিরোপা জিতেছে ইরান। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন ফরমেটে ১৯ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।