বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিউলে পুরস্কার জিতলো ইরানের শর্ট ড্রামা ‘লেফ্ট হ্যান্ডেড’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২২ 

news-image

ইরানের শর্ট ড্রামা ‘লেফ্ট হ্যান্ডেড’ সিউল আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে `বিএনপি পারিবাস এক্সিলেন্স প্রাইজ’ জিতেছে।নাসরিন মোহাম্মদপুর পরিচালিত ছবিটি ৩৮ বছর বয়সী মরিয়মকে নিয়ে নির্মাণ করা হয়েছে। মরিয়ম চার সদস্যের পরিবারের প্রধান।উৎসবের আয়োজকরা জানিয়েছেন, ‘স্বল্প সময় এবং বিরল সংলাপ সত্ত্বেও চলচ্চিত্রটিতে বহু আখ্যান রয়েছে।এতে অনেক অর্থবহ দৃশ্য রয়েছে যা একজনকে ইরানি নারীদের শ্রম, পরিবেশ এবং জীবন সম্পর্কে ধারণা দিবে। অতএব, কোন দৃশ্য থেকে আমাদের চোখ সরানো কঠিন।অভিনেত্রী কিম এ-জুং এবং পরিচালক জিনা কিম ও লি জু-ইয়ং-এর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এই বিভাগে বিজয়ী ছবি হিসেবে চলচ্চিত্রটি বেছে নিয়েছেন। গত বৃহস্পতিবার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সূত্র: তেহরান টাইমস।