মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিউলে পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবে ইরানি ডকুমেন্টারি

পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৭ 

news-image

আগামী ১৮ মে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হবে পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসব গ্রিন ফিল্ম ফেস্টিভ্যাল ইন সিউল (জিএফএফআইএস)। সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৪ মে। উৎসবের এ ১৪তম আসরে শিরিন বার্ঘ নাভার্দ পরিচালিত ইরানি ডকুমেন্টারি পয়েটস অব লাইফদেখানো হবে।

পয়েটস অব লাইফএ পরিবেশবাদী ও নারী বিষয়ক সমাজকর্মী শিরিন পারসির চরিত্রকে ঘিরে নির্মিত। যিনি প্যারিস ইউনিভার্সিটি থেকে স্নাতোক সম্পন্ন করেন এবং তার ধানের ফার্মে কাজ করতে দেশের বাড়ি ইরানের উত্তরাঞ্চলে ফিরে আসেন। ছবিটিতে শিরিন পারসির এ সংক্রান্ত কর্মের কাব্যিক বর্ণনা তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশগত বিষয় নিয়ে জিএফএফআইএস কোরিয়ার প্রথম চলচ্চিত্র উৎসব।

জিএফএফআইএস চলচ্চিত্র উৎসবে বসবাসযোগ্য একটি ভালো বিশ্বের আশা জাগানো হয়, যেখানে সকল জীববৈচিত্র্য পরিবেশ ও প্রকৃতির সাথে সঙ্গতি রেখে বসবাস করতে পারে। সিনেমার মাধ্যমে পরিবেশগত সুরক্ষা ও জীবনের প্রতি জনসচেতনতা তৈরির ধারণা ছড়িয়ে দেয়াই উৎসবের উদ্দেশ্য। সূত্র: মেহের নিউজ এজেন্সি ও তেহরান টাইমস।