সিউলের নারী চলচ্চিত্র উৎসবে ‘লেফ্ট হ্যান্ডেড’
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২২
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৪তম সিউল আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে অংশ নেবে নাসরিন মোহাম্মাদপুর পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লেফ্ট হ্যান্ডেড’।
চয়েন ইমেজ কোম্পানির ফারিবা আরব প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যটি ২৪তম সিউল আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে।ছবিটি অন্যান্য দেশের ১৯টি শর্ট ফিল্মের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মোহাম্মাদপুর পরিচালিত অন্যান্য ছবির মতো ‘লেফ্ট হ্যান্ডেড’য়ে নারী ও সমাজ নিয়ে গল্প তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে ঘরোয়া উৎসবে চলচ্চিত্রটি দুটি পুরস্কার জিতেছে। সূত্র: মেহর নিউজ