বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সার্ভ থিয়েটার অ্যাওয়ার্ডে শীর্ষে ‘কনসার্নস অব দ্য হেজ’

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২ 

news-image

সার্ভ থিয়েটার অ্যাওয়ার্ডের এবারের দ্বিতীয় আসরে সেরা পরিচালক এবং অভিনেতা সহ বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে ইরানি নাটক “কনসার্নস অফ দ্য হেজ”। সোমবার নাটকের শিল্পী ও কলাকুশলীরা সবচেয়ে খুশির একটি দিন পার করেন।বিপ্লব এবং প্রতিরোধের ওপর তৈরি নাট্যকর্ম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা মঞ্চ শিল্পীদের সম্মান জানাতে অ্যাসোসিয়েশন অব রেভলিউশন অ্যান্ড সেক্রেড ডিফেন্স থিয়েটার এবং রেভায়াত কালচারাল ফাউন্ডেশন ২০২০ সালে এই পুরস্কার চালু করে।১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ (ইরানে যাকে ‘পবিত্র প্রতিরক্ষা’ বলা হয়)  নিয়ে তৈরি টেলিনাটকের জন্য মেহেরদাদ রায়ানি-মাখসুসকে সেরা পরিচালক নির্বাচিত করা হয়। সূত্র: তেহরান টাইমস।