শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সার্বিয়ান উৎসবে ইরানি অ্যানিমেশন ‘ফার অ্যাওয়ে’র পুরস্কার জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২২ 

news-image

সার্বিয়ায় আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ‘কনস্ট্যান্টাইনস গোল্ড কয়েন’ এর শীর্ষ পুরস্কার জিতল ইরানি অ্যানিমেশন ‘ফার অ্যাওয়ে’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বেহরুজ ও শিরিন সোলেইমানি নাজির এবং ফারনাজ মোয়াজেন।আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ‘কনস্ট্যান্টাইনস গোল্ড কয়েন’ এর এবারের দশম আসর ১৮ থেকে ২২ জুলাই অনুষ্ঠিত হয়।গ্লাস পেইন্টিং কৌশল দিয়ে তৈরি করা ৭ মিনিটের অ্যানিমেশন ‘ফার অ্যাওয়ে’ সার্বিয়ান চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড পুরস্কার লাভ করে। ইভেন্টে যথাক্রমে ফ্রান্স, রাশিয়া এবং চীন থেকে অন্যান্য অ্যানিমেশনও পুরস্কার জিতেছে। সূত্র: মেহর নিউজ।