সারবিয়া ওপেনে ইরানি তাইকোয়ান্ডো দল রানার্স-আপ
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/11/3229484.jpg)
ইরানের পুরুষ তাইকোয়ান্ডো দল ২০১৯ সারবিয়া ওপেনে পদক তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে। আন্তর্জাতিক তাইকোয়ান্ডো প্রতিযোগিতাটি ‘গালেব বেলগ্রেড ট্রফি’ নামেও পরিচিত। এতে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক জিতে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন ইরানি অ্যাথলেটরা।
একদিনের তাইকোয়ান্ডো ইভেন্টটি রোববার সারবিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৪৩টি দেশের মোট ২৮৫ জন প্রতিদ্বন্দ্বী অংশ নেন।
অ্যাথলেটদের অলিম্পিক র্যাঙ্কিংয়ের জন্য এই ইভেন্ট থেকে সোনা, রুপা ও ব্রোঞ্জপদক বিজয়ীরা যথাক্রমে ১০, ৬ ও ৩ দশমিক ৬ পয়েন্ট করে যোগ করার সুযোগ পাবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।