রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সারবিয়ায় ইরানি কার্টুনিস্টের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২১ 

news-image

সারবিয়ায় অনুষ্ঠিত ২১তম ক্রাগুজেভাক স্যালন অ্যান্টিওয়ার কার্টুন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন ইরানি কার্টুনিস্ট আলিরেজা পাকদেল। আন্তর্জাতিক এই কার্টুন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিয়েলসকো-বিয়ালা অ্যাওয়ার্ড জয় করেন।

ক্রাগুজেভাক স্যালন অ্যান্টিওয়ার কার্টুন প্রতিযোগিতায় বিশ্বের ৪৭টি দেশের ৪৬৯ জন কার্টুনিস্ট অংশ নেন। তারা মোট ৯৮৭টি শিল্পকর্ম জমা দেন।

এদিকে, ২১তম ক্রাগুজেভাক স্যালন অ্যান্টিওয়ার কার্টুন প্রতিযোগিতায় জুরি বোর্ডে বিচারকের দায়িত্ব পালন করেন ইরানি কার্টুনিস্ট মাসুদ শোজায়েই-তাবাতাবাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি।