সারদাশতে ‘ওয়ালনাট ট্রি’ সমাদৃত
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/10/3817944.jpg)
১৯৮৭ সালে ইরাকের রাসায়নিক হামলার গভীর ট্র্যাজেডির সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ইরানী পরিচালক মোহাম্মদ-হোসেইন মাহদাভিয়ের যুদ্ধ চলচ্চিত্র ‘ওয়ালনাট ট্রি’ গত বুধবার ইরানের চলচ্চিত্র প্রেক্ষাগৃহে দর্শকদের কাছে দারুণ সমাদৃত হয়। চলচ্চিত্রে কাদের মুলানপুর নামে এক ব্যক্তি যিনি সারদাশত শহরের কাছে একটি গ্রামে ইরাকের সঙ্গে যুদ্ধে রাসায়নিক হামলার শিকার হন। তার সন্তানসম্ভবা স্ত্রী ও তিনটি সন্তান ওই রাসায়নিক হামলায় আক্রান্ত হয়ে একে একে মারা যায়। গত বছর ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি তেহরানে ৩৮তম ফজর ফিল্ম ফেস্টিভালে প্রথম প্রদর্শিত হয়। ওই চলচ্চিত্র উৎসবে ‘ওয়ালনাট ট্রি’ পরিচালক মাহদাভিয়ে সেরা পরিচালক নির্বাচিত হন। মাহদাভিয়ে তার চলচ্চিত্রটি সম্পর্কে বলেন, এটি ইরানের জন্যে আত্মবিসর্জনকারীদের নিয়ে তৈরি এবং আমি আমার পুরস্কার তাদের জন্যে উৎসর্গ করেছি। ‘ওয়ালনাট ট্রি’তে অভিনয়ের জন্যে পায়াম মাদি সেরা অভিনেতার পুরস্কার পান। সম্প্রতি চলচ্চিত্রটি সাংহাইতে ২৪তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়। তেহরান টাইমস