সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সামরিক শক্তি বাড়াতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ইরান: দেহ্‌কান

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০১৭ 

news-image

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে। সামরিক শক্তি বাড়াতে ইরানের দৃঢ় প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।

তেহরানে নিরাপত্তা বাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠকে রোববার এ সব কথা তুলে ধরেন তিনি। দেহ্‌কান বলেন, বলদর্পী শক্তিগুলোর কোনো ধরণের দাপট ইরান সহ্য করবে না। ইরানের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার  চেষ্টাও মানা হবে না বলে জানান তিনি।

ইরানের পরমাণু তৎপরতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন তিনি। ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে  বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: পার্সটুডে।