রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সামরিক ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২০ 

news-image

সামরিক ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই তথ্য জানিয়েছেনইরানি সেনাবহিনীর কো-অর্ডিনেটিং অ্যাফেয়ার্সের ডিপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহদি হাদিয়ান।

বুধবার ইরানের প্রয়াত ইমাম খোমেইনীর (র.) আদর্শ ও কর্মের প্রতি ইরানের সেনাবাহিনীর সদস্যদের আনুগত্য নবায়ন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রতিরক্ষা শিল্প, ইলেকট্রনিক যুদ্ধ ও প্রশিক্ষণ বিষয়ে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে।

জেনারেল মেহদি হাদিয়ান বলেন, দেশের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর গৃহীত উদ্যোগে ইরানের সেনাবাহিনী ড্রোন (মনুষ্যহীন আকাশ যান) উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরানের সেনাবাহিনী বিমান শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি উপভোগ করে। এই ক্ষেত্রে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো নেতৃস্থানীয় ভূমিকা রাখছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।