শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সামরিক কুস্তি প্রতিযোগিতায় দ্বিতীয় ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৭ 

news-image

বিশ্ব সামরিক কুস্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ইরানের ফ্রি-স্টাইল টিম। ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপের এবারের ৩২তম আসর লিথুনিয়ার ক্লাইপেদা শহরে অনুষ্ঠিত হয়। এ টর্নামেন্টে কৃতিত্বের সঙ্গে লড়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে দেশটি।

কুস্তি প্রতিযোগিতায় ইরানি কুস্তিগীররা একটি স্বর্ণপদকসহ চারটি মেডেল ঘরে তুলতে সক্ষম হন। ৫০ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতায় রানার্স-আপ হয় দেশটি।

৮৬ কেজি ওজন-শ্রেণিতে ইরানের আলিরেজা কারিমি তার দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ধরাশায়ী করে সোনার মেডেল ঘরে তোলেন।

এছাড়া ইরানের রেজা আফজাল ৭৪ কেজি ওজন-শ্রেণি, হোসেইন শাহবাজি ৯৭ কেজি ওজন-শ্রেণি ও আমিন তাহেরি ১২৫ কেজি ওজন-শ্রেণিতে ব্রোঞ্জপদক জয়লাভ করেন।

এবারের বিশ্ব সামরিক রেসলিং চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থান অধিকার করেছে রুশ ফ্রি-স্টাইল টিম। তৃতীয় স্থান দখল করেছে আযারবাইজান।

রেসলিং চ্যাম্পিয়নশিপ ১৮ সেপ্টেম্বর শুরু হয়, শেষ হয় ২৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টে ২২ দেশের ২৪১ জন অ্যাথলেট অংশ নেন। সূত্র: ইরান ডেইলি।